Latest news about Bangladesh, International, Sports, Education, Technology.

রাজধানীতে ট্রাকের নিচে চাপা পড়ে ঢাকা শাহীন কলেজ ছাত্রের মৃত্যু

34
29th June, 2022
News Banner

বুধবার (২৯ জুন) সকালে ঢাকায় দ্রুতগামী ট্রাকের চাপায় বিএএফ শাহীন স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষার্থী নিহত হয়েছেন।

 

নিহতের নাম মোহাইমিনুল ইসলাম সিফাত (২১)।

 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানান, রাজধানীর শিখা ভবনের সামনে মোটরসাইকেলে করে রাস্তা পার হওয়ার সময় ট্রাক তাকে চাপা দেয়।

 

সিফাতকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

এর আগে এপ্রিলে এনএসইউর ছাত্রী মাইশা মমতাজ মীম একটি কাভার্ড ভ্যানের চাপায় সড়ক দুর্ঘটনায় নিহত হন।

 

২০২১ সালের ডিসেম্বরে, ঢাকা বিমানবন্দরের কাছে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় গ্রিন ইউনিভার্সিটির ছাত্র মাহাদী হাসান লিমন নিহত হন।

 

২০২১ সালের নভেম্বরে রাজধানীর গুলিস্তানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) গাড়ির ধাক্কায় নটরডেম কলেজের ছাত্র নাঈম হাসান নিহত হন।

 

ছাত্ররা সকলের জন্য নিরাপদ সড়কের দাবিতে রাস্তায় নেমে আসায় মৃত্যু ব্যাপক ক্ষোভের জন্ম দেয়।

Comments (0)